ENDOWMENT FUND TRUST

$ 41.90
 
The current exchange rate is 1.00 BDT equals 0.01 USD.
Personal Info

Credit Card Info
This is a secure SSL encrypted payment.

Billing Details

Donation Total: $41.90

এই ট্রাষ্টের নিয়মগুলি নিম্ম রূপঃ

১) কমপক্ষে এক নামে ৫,০০০ টাকা প্রদান করতে হবে। ২) মূল অর্থ কখনই খরচ করা যাবে না। ৩) লভ্যাংশের ৯০% খরচ করা হবে, যার ৬০% ছাপা ও বিপণন কাজে ব্যবহার করা হবে। ৪) প্রতি বছর মোট মূলধনের সঙ্গে সবসময় লভ্যাংশের ১০% যুক্ত হবে যেন মূলধন বৃদ্ধি পায়। ৫) কোন দিন বাইবেল সোসাইটির কাজ বন্ধ হলে সমমনা প্রতিষ্ঠানের জন্য একই কাজে এই অর্থ প্রদান করা হবে। ৬) আপনার মূলধন কখনই নষ্ট হবে না বরং তা দিন দিন বৃদ্ধি পাবে।

প্রিয় বন্ধুগণ,

একবার ভেবে দেখুন তো, এমন একটা স্থানে আপনি আপনার অর্থ জমা করবেন যা শেষ হবে না বরং আপনি প্রভু যীশুর মহান আদেশ পালনের জন্য কাজ করে ভাগ্যবান হবার সুযোগ লাভ করবেন এবং আপনার বংশধরদের জন্য আশীর্বাদ নিশ্চিত করে যাবেন তবে, অনুরোধ জানাচ্ছি, প্রার্থনা পূর্বক এই সিদ্ধান্তটি গ্রহণ করুন।

জীবন বাঁচাতে ঔষধ আর জীবন সাজাতে প্রসাধনী হলেও জীবনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বাইবেলের বিকল্প নেই। তাই আসুন আমরা সবাই মিলে এই কাজের অংশীদার হই।

ক) নিজের জন্য ১টা বাইবেল সংগ্রহ করে এবং নিয়মিত তা পাঠ ও অধ্যয়ন করে। খ) বন্ধু বা প্রিয়জনকে বাইবেল উপহার দিয়ে। গ) অন্যরাও যেন বাইবেল পেতে পারে সেজন্য বাইবেল সোসাইটিতে আনুসাঙ্গিক দান করে। ঘ) আপনাদের ও আপনার সন্তানদের জন্মদিন, বিবাহ বা পারিবারিক বার্ষিকী স্মরণে বাইবেল সোসাইটিতে দান করে। ঙ) স্থায়ী ভাবে এ কাজে সহায়তা করতে বাইবেল সোসাইটির এনডোমেন্ট ফান্ড ট্রাষ্টে দান করে।

বাইবেল সোসাইটি ২০০ বছর যাবৎ সকলের জন্য মাতৃভাষায় বাইবেল সরবরাহ নিশ্চিত করতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে অন্যের অর্থে। কিন্তু, এখন সময় এসেছে স্বাবলম্বি হবার। নিজেদের কাজ নিজেদের করার। আর এই লক্ষে বাংলাদেশ বাইবেল সোসাইটির একটি প্রয়াস “এনডোমেন্ট ফান্ড ট্রাষ্ট”। যা একটি স্থায়ী আমানত।