Bible For All প্রোগ্রামে অংশগ্রহণ
সকল বিষয়ে আমি তোমাদিগকে দৃষ্টান্ত দেখাইয়াছি যে, এই প্রকারে পরিশ্রম করিয়া দুর্বলদের সাহায্য করিতে হইবে, এবং প্রভু যীশুর বাক্য স্মরণ করা উচিত, কেননা তিনি নিজে বলিয়াছেন, গ্রহণ করা অপেক্ষা বরং দান করা ধন্য হইবার বিষয়।
২০০ বছর পূর্বে যুক্তরাজ্যের ওয়েলস্ দেশের মেয়ে মেরী জোন্সের একটি বাইবেল পাওয়ার প্রচন্ড আকাঙ্খা থেকে বাইবেল সোসাইটির সৃষ্টি এবং প্রভু যীশুর আদেশ “সমগ্র জগতে যাও, সুসমাচার প্রচার কর, শিষ্য কর ও শিক্ষা দেও।” পালনে সহায়ক হিসাবে বাংলাদেশ তথা বিশ্বের সমস্ত বাইবেল সোসাইটি একযোগে কাজ করে যাচ্ছে। আর এই কাজ সম্পন্ন হয় (১) বিভিন্ন ভাষায় বাইবেল অনুবাদের কাজ করে (২) প্রকাশনা, বিপণন ও বিতরণ করে (৩) সবাইকে বাইবেল পাঠে উদ্ধুদ্ধ করে (৪) আত্মিক খাদ্যের যোগান দিয়ে।
বাইবেল সোসাইটি কাজ করে চার্চের সাথে এবং আপনাদের নিয়ে। আর তাই আমরা একযোগে এই পরিবর্তশীল জগতে ঈশ্বরের অপরিবর্তনীয় বাক্য প্রত্যেকের কাছে পৌঁছানোর চ্যালেঞ্জ নিতে পারি। এই মহৎ কাজে আপনাদের উৎসাহকে স্বাগত জানিয়ে বাংলাদেশ বাইবেল সোসাইটি ‘‘Bible For All’ শিরোনামে একটি প্রোগ্রাম শুরু করেছে, যেখানে আপনি মাসিক/ত্রৈমাসিক/ষান্মাষিক/বাৎসরিক ভিত্তিতে একটি/একাধিক বাইবেল এর মূল্য প্রদান করে এই কাজের অংশীদার হতে পারেন।
ঈশ্বরের ইচ্ছায় আপনারই দানকৃত অর্থে বাইবেল পেয়ে একটি প্রাণ অনন্ত জীবনের সন্ধান পেতে পারে। আপনারই দানকৃত অর্থে বাইবেল কেনার মত সামর্থ যার নেই সে একটি বাইবেল পেয়ে পবিত্র বাক্য জানতে পাওে ও অনন্ত জীবনে অধিকারী হতে পারে।
যদি আপনি এই মহৎ কাজে অংশীদার হতে চান নিচের ছকটি পূরণ করে সোসাইটির কাছে ফেরৎ পাঠানোর জন্য অনুরোধ জানানো যাচ্ছে।